We’ve updated our Terms of Use to reflect our new entity name and address. You can review the changes here.
We’ve updated our Terms of Use. You can review the changes here.

Boddho Manob

by Meta-Voyage

/
  • Streaming + Download

    Includes unlimited streaming via the free Bandcamp app, plus high-quality download in MP3, FLAC and more.
    Purchasable with gift card

      $7 USD  or more

     

1.
2.
Doito Shotta 07:08
তুমি যেন নীল রঙ আলোর নীচে (খুঁজে পাই) তোমার ভেতর এক আলো আর আঁধার তুমি যেন স্বপ্নহীন ধূসর আবেগময় (যেন নয়) মানুষের ভেতর এক হায়নার অস্তিত্য। তোমার ভেতর বাস করে শুভ কামনা বাড়তে চায় কোন আশার প্রেরণা আলো আর আঁধারের যুদ্ধের ভেতর বাড়িয়েছে হাত শুধু এক শান্তির প্রতিক্ষায়। এ যেন এক যুদ্ধ চলেছে মনের ভেতর সারাক্ষন যুদ্ধে হাঁড়াতে চাই আমি হায়নাকে বিবেকের তাড়নায় তাই অস্ত্রধারণ
3.
ঘুম ভেঙ্গে যায় বৃষ্টির রিমঝিম শব্দে বাতাস কথা বলে তোমায় ভেবে তোমার কান্নায় জানি শুধু আমি তোমার পাশে যেন আছি আমি মনের ছবি থেকে দিন চলে যায় ভালোবাসা তখন অন্ধ হয়ে যায় স্বপ্নের সিঁড়িগুলো, যখন তোমার চোখে দেখি কষ্টে মনে পড়ে সেই দিন হেঁটেছিলাম তোমার পাশে তখন জানি তুমি আজো আমারি তোমার পাশে যেন আছি আমি
4.
Artonad 05:25
তাকিয়ে উপরে দেখিনা আলো অন্ধকার মাঝে নত হয়ে থাকি শত বাঁধা পেরিয়ে আসবো জানি থাকবো না আমরা বদ্ধ ঘরে ভাঙবো এ শৃঙ্খল (আমরা) মানবো না পরাধীনতা (কোনদিন) যুদ্ধ হেনেছি (আমরা) আসবো ফিরে আবার এ সমাজে। বলতে পেরেছি আমরা কোন কথা যা এ সমাজে রুদ্ধ হয়েছিলো শপথ নিয়ে মোরা এগিয়ে আসি শক্ত আঘাতে সব ভেঙ্গে ফেলে। ভাঙবো এ শৃঙ্খল (আমরা) মানবো না পরাধীনতা (কোনদিন) যুদ্ধ হেনেছি (আমরা) আসবো ফিরে আবার এ সমাজে। এসো আমরা ছুঁড়ে ফেলি একসাথে সকলে মিথ্যে আশা মিশে আছে ঘুনে ধরা সমাজে উপড়ে ফেলে সব হতাশা আর মিথ্যে মায়া আবারো হবে সত্যের জয়গান এখানে।
5.
সমাজের ভূলে গাঁথা অসহায় ছিলাম জীবন যেথা অর্থ নামের বদ্ধ খাঁচায় ভীরু কাপুরুষের আজ নেই কোন পরিচয় So I am the killer Became a killer. লোভের অনলে পুড়েছে মানবতা দীর্ঘ এ পথে হয়েছি একা মানুষ খেকো মানুষের দলে করেছি আমারিই নাম। So I am the killer Became a killer I am the killer Born to be killer I am the killer Meant to be killer I am the killer Rule as killer
6.
Oparog 05:55
তোমাকে ভালোবেসে, ছন্নছাড়া হয়েছি এই আমি তোমাকে পাবার আশায়, সাত সাগর তেরো নদী পারি দিয়েছি আজ তোমার হাতে অন্য কারো হাত দেখে আমি যে অপারগ, তোমাদের এই সভায়….. মন চায় তোমায়, কাছে পেতে…. মন চায় তোমায় আপন করে পেতে…. এই মনকে ফেলে, তুমি চলে গেছো দূরে... জানিনা ওপারের কোন সীমানাতে… ভালোবাসি শুধুই তোমায়, তোমায়. ভালোবাসি শুধুই তোমায়.. ভালোবাসি শুধুই তোমায়, তোমায়. ভালোবাসি শুধুই তোমায়.. ভালোবাসি…. ভালোবাসি…. ভালোবাসি শুধুই তোমায়.......... ভালোবাসি শুধুই তোমায়
7.
Nil Prantor 06:17
কখনও গাওনি তুমি নীরবে শিখিয়েছো গান। যখন আকাশ পানে চাই সেই সুরে আমি গাই। গান আছে সুরে তুমি আর নেই। এই চোখ হৃদয়ে দেখে তারাগুলো একে একে ফোটে মায়াভরা চোখ দুটি আর দেখবে না আমায়। যেখানে আলো সেখানে ছায়া জীবনের পিছন মরণ দাঁড়ায়। আশার পেছনে ভয় আছে ছায়া আছে আলো আর নেই।
8.
Tumi Hina 04:56
অনেক বেদনাতে মন ভরে গেলো অনেক আশাতে স্বপ্নরা ডুবে গেলো আধো আলো আধো ছায়া হয়ে আছে মনের শত আশা, গাড় রঙে মিশে আছে তোমার সৃতি গুলো, বেদনার সুর হয়ে মিশে আছে মনের গহিনে অনেক আশা নিয়ে আবার জেগে উঠি অনেক স্বপ্ন নিয়ে নতুন করে ভাবি যদি আলো আবার ফিরে আশে তবুও হারাই তোমায়, জীবনের স্রোত হতে যত কথা ছিল মোদের, সব কিছু মুছে গেছে ঘন কুয়াশার আন্ধকারে
9.
চলো এগিয়ে যাই আমরা সবাই মানবতার টানে চলো এগিয়ে আমরা সবাই নতুন জাগরনে প্রজন্মের আহ্বানে। বদলে যাবো বদলে দেবো বলে আমরা কি বদলেছি সবুজকে আজ বাঁচাবো বলে আমরা কি বাঁচিয়েছি? নির্যাতনের ছোবলে হারিয়েছে কত অমূল্য প্রাণ অপরাধের গন্ডিতে আজ নত শিখর আমার আজো আমি খুঁজে ফিরি আমার অতীত। I live my last breath to you.. For the people, for the nation, for my land Because nothing is for me I am for something Sacrifice is the theory of the life. বদলে যাবো বদলে দেবো বলে সময় এসেছে এখন নির্মল এক সবুজ পৃথিবীর বড় প্রয়োজন। চলো এগিয়ে যাই আমরা সবাই মানবতার টানে চলো এগিয়ে যাই আমরা সবাই নতুন জাগরনে চলো এগিয়ে যাই আমরা সবাই মানবতার টানে চলো এগিয়ে যাই আমরা সবাই নতুন জাগরনে প্রজন্মের আহ্বানে।
10.
Manush 07:00
কেনো মানুষ হয়ে মানুষের মতো বাঁচতে পারিনা? কেনো অন্ধকারের মাঝে আমায় খুঁজে নিতে হয়? কেনো বেঁচে থাকার তাগিদে মানুষ এমন হয়? কেনো নিজের অস্তিত্বটাকে মাঝে মিথ্যে মনে হয়? কেনো জন্ম নিয়ে মানুষ, উড়ায় পরিচয়ের ফানুশ? আমিতো প্রাণী নই, আমিও মানুষ (3) কোথায় খুঁজে পাবে তুমি বলো আমায়? সময় হারিয়ে গেছে নিঃসঙ্গতায় (2) কেনো সাদামাটা শরীরে আজ নেই কোন অস্থিরতা? কেনো নির্বাসন করেছে আজ সমাজ আমায়? কেনো জগত ছেড়ে আমি একা বড় অসহায়? কেনো ভিন্ন সমাজ বলে আমায় ছুড়ে ফেলা হয়? কেনো জন্ম নিয়ে মানুষ, উড়ায় পরিচয়ের ফানুশ? আমিতো প্রাণী নই, আমিও মানুষ (3)
11.

about

Meta-Voyage has started its journey since very early age of 2009 and during these years we have equipped up time, environment & scope to arrange our self to generate songs and compositions. Literally we tried to develop this album with a specific concept as we believe to compose music and its environment with a specific subject oriented lyrics. “Boddo Manob” comes out from the concept where human itself has been collapsed socially or in aspects from culture and national issues even if from the emotional moving environments and some supernatural frameworks.

Well at present scenario in Bangladesh doing experimental rock or metal music is pretty tough as most of the listener is not used to it due to loudness or not being as traditional music. Perhaps uprising young crowd is much fond of it. Well if media/authority does give a support to spread out this kind of music from door to door, there could be chance to make revolutionary changes among the society even if in nation also. Because we believe doing this kind of music to say the right and empower justice for all. You know, for this reason we have our own moto and always used to say:


“Rock for the Right”



To know more about Meta-Voyage, visit on following link:

www.facebook.com/metavoyage

credits

released April 20, 2016

Album Line Up:
1. Sayedul Bari Reward (Guitars & Vocals)
2. Anil Islam Partha (Bass)
3. Mahmudul Hasan (Keyboard, Piano, Orchestra, Synthesizer, etc)
4. Mehedi Hassan Showrav (Drums & Percussion)
5. Perves Ahmed (Vocals)

Guest-Drummer, "Dipon Neogi Paul" contributed his best regarding this album recording, had recorded the drumming and percussion parts of 2 song among 11 Tracks.

Once again, we would like to give bunch of thanks to our very close guy Mr. Khan Ashraf Alif, who has designed the album cover art.
We would also like to remain grateful to our Lutfur Rashid Russell (Former Founder Vocal), Ashanur Alam Shohag (Ex-Guitarist), Mahmud (Ex-Bassist), Moin Ally (Ex-Drummer, Current Official Photographer), Shafiqul Islam (Sound Engineer), Mohammad Adnan Akhtar Tony (Associate Band Manager) and to our beloved family and friends, for giving us courage and support during these whole lotta years, including all fellow Bands and musician among Bangladesh and to whole world.

license

all rights reserved

tags

about

Meta-Voyage Dhaka, Bangladesh

contact / help

Contact Meta-Voyage

Streaming and
Download help

Report this album or account

If you like Meta-Voyage, you may also like: